গোয়াইনঘাট উপজেলা সিলেটের একটি প্রাচীন জনপদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বাংলাদেশের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, পাংথুমাই এই উপজেলায় অবস্থিত। আয়তনে সিলেট বিভাগের সর্ববৃহৎ উপজেলা, যার আয়তন ৪৮৬.১০ বর্গ কি.মি.। জেলা সদর হতে ৫৫ কিলোমিটার উত্তরে উপজেলাটির অবস্থান। উপজেলার উত্তরে মেঘালয়, দক্ষিণে সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা, পূর্বে জৈন্তাপুর উপজেলা ও পশ্চিমে কোম্পানীগঞ্জ উপজেলা।
অত্র উপজেলার জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস, গোয়াইনঘাট স্থানীয় কৃষকের চাহিদা অনুযায়ী জাত ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভুট্টা, সরিষা ও আলুসহ অন্যান্য শ্বাক-সবজির উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বিগত তিন বছরে মোট চাল উৎপাদন হয়েছে ২৬১০০০ মেট্রিক টন, গম ৩১০ মেট্রিক টন, ভুট্টা ১২৬৪ মেট্রিক টন, আলু ৬৫৪০ মেট্রিক টন, ফল ৫৮৬৭০ মেট্রিক টন, সবজি ৩০০৫৩৪ মেট্রিক টন উৎপাদিত হয়েছে।
এছাড়াও বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাতসহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, আধুনিক চাষ পদ্ধতি, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরি ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে।
মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারীকে কৃষিতে সম্পৃক্তায়নের লক্ষ্যে নারীসহ বিগত তিন বছরে প্রায় ৩৬০০ জন কৃষক/কৃষাণীকে লাগসই আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস