Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

বিগত তিন বছরে মোট-

১. চাল  উৎপাদন হয়েছে ২৬১০০০ মেট্রিক টন, 

২. গম ৩১০ মেট্রিক টন, 

৩. ভুট্টা ১২৬৪ মেট্রিক টন, 

৪. আলু ৬৫৪০ মেট্রিক টন, 

৫. ফল ৫৮৬৭০ মেট্রিক টন, 

৬. সবজি ৩০০৫৩৪ মেট্রিক টন উৎপাদিত হয়েছে। 

৭. এছাড়াও বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাতসহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, আধুনিক চাষ পদ্ধতি, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরি ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। 

৮. মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারীকে কৃষিতে সম্পৃক্তায়নের লক্ষ্যে নারীসহ বিগত তিন বছরে প্রায় ৩৬০০ জন কৃষক/কৃষাণীকে লাগসই আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।